অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযান ২০২৪-২০২৫ এর শুভ উদ্বোধন করেন জনাব আলী ইমাম মজুমদার মাননীয় উপদেষ্টা, খাদ্য মন্ত্রনালয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৬৪ জেলার জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক মহোদয়দের উপস্থিতিতে তিনি সংগ্রহ কার্যক্রমের সূচনা করেন।
বগুড়া জেলা জেলার সংগ্রহ কার্যক্রম শুরু করেন মাননীয় জেলা প্রশাসক মহোদয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার, বগুড়া মহোদয়; উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া; জেলা খাদ্য নিয়ন্ত্রক, বগুড়া, উপজেলা নির্বাহী অফিসার, বগুড়া সদর, বগুড়া; উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, বগুড়া সদর বগুড়া, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (কারিগরি), জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, বগুড়া, জেলা চালকল মালিক সমিতির সভাপতি ও সেক্রেটারী সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস